প্রয়াত বাঁকুড়ার গর্ব রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডোকরা শিল্পী নিতাই কর্মকার

28th May 2020 বাঁকুড়া
প্রয়াত বাঁকুড়ার গর্ব রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডোকরা শিল্পী নিতাই কর্মকার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : নোবেল করোনাভাইরাস এর মাঝেই বাঁকুড়া জেলার জন্য আরো একটি দুঃখের খবর মাত্র ৬৪ বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন বাঁকুড়া জেলার গর্ব রাষ্ট্রপতি আওয়ার্ড প্রাপ্ত বিখ্যাত ডোকরা শিল্পী নিতাই কর্মকার |

 

যৌবনে কাঁসা পিতলের বাসন পত্র তৈরী করে বিক্রি করাই ছিল মূল ব্যবসা। পরে একসময় মূলতঃ শখ করে ডোকরা শিল্পে মনোনিবেশ করেন। তারপর আর থামা নেই। ডোকরা শিল্পকে অবলম্বন করেই জীবনের একটা বড় সময় কাটিয়ে দিয়েছেন। ডোকরা শিল্পে নতুন আঙ্গিকের জন্ম দিয়ে ২০১২ সালে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা 'খাদি এণ্ড ভিলেজ ইণ্ড্রাস্ট্রিজ কমিশনে'র তরফে পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর তৈরী শিল্প কর্ম রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শ‍্যামল সাঁতরা ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।